বিপিএলে মাঠে চলছে রানের উৎসব, তবে মাঠের বাইরের পরিস্থিতি বেশ বিতর্কিত। টিকিট না পেয়ে গেইট ভেঙে ফেলেছেন দর্শকরা, আবার ঘটেছে অগ্নিসংযোগের মতো ঘটনা। এর পাশাপাশি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে দুর্ব্যবহার নিয়ে আলোচনা চলছে।
তবে এবার বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, বিসিবি সভাপতির সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয়টি। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি খুবই হতাশ এবং বোর্ডের প্রতি তার আস্থা ক্ষুণ্ন হয়েছে।
ফাহিম বলেন, “ওরকম একটা মন্তব্য… আমি স্পেসিফিকভাবে বলতে চাই না, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।”
তিনি আরও জানান, “আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে মন্তব্য করেছেন। তবে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি একেবারেই আশা করিনি এমন মন্তব্য, আর সেটা ছিল অনেক মানুষের সামনে, যেখানে মন্ত্রণালয়ের লোকও উপস্থিত ছিল।”
বোর্ড থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন ফাহিম। তিনি বলেন, “মাঝে মাঝে আমার মনে হয়, বোর্ডে না থাকলেই ভালো। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, সেটা বোর্ডে থেকে সম্ভব নয়। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। আর যদি কাজ করতে না পারি, তাহলে বাইরে থাকা অনেক ভালো।”
এভাবে ফাহিমের বক্তব্য বোর্ডের মধ্যে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে এবং বিষয়টি নতুন আলোচনা সৃষ্টি করেছে ক্রিকেট মহলে।