যে বিষয়ে মোদিকেও ছাড় দিবেনা ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ভারতকে বড় ধাক্কা দিলেন। চীন, কানাডা এবং মেক্সিকোর পর এবার ভারতের ওপরও কঠোর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এপ্রিল মাস থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে শতভাগ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের দাবি, ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুল্কনীতি ব্যবহার করে আসছে। তিনি বলেন, “আমরা ভারতের শুল্কনীতির কারণে বহু বছর ধরে ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার আমরাও সমানতালে প্রতিক্রিয়া জানাব।” তবে কোন কোন পণ্যে কত শতাংশ শুল্ক বসবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

মার্কিন প্রশাসনের মন গলাতে নরেন্দ্র মোদি সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নতুন বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উইস্কি ও মোটরবাইকের শুল্ক কমানো হয়েছে। এছাড়া, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। কিন্তু ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ভারতের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বিশেষত, যেসব শিল্প যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল, সেগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়বে। এখন দেখার বিষয়, মোদি সরকার এই সংকট কাটিয়ে উঠতে কী পদক্ষেপ নেয়।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিন

About Todays Ohio.

Welcome To Today’s Ohio, Your Trusted Source For Comprehensive Coverage Of Bangladesh News, World Politics, Sports, And Significant Global Events. We Are Committed To Delivering Accurate, Objective, And Transparent Journalism To Our Readers. Click Here For Read More.

এডিটর পিক'স

সর্বশেষ সংবাদ