সারজিস আলম ঈদের নামাজ শেষে যা বললেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা এবং সকল নেতিবাচক কাজ থেকে বিরত থাকা। তিনি বলেন, “আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে, তেমনি বান্দার প্রতিও বান্দার হক রয়েছে। আমাদের উচিত, আমাদের জায়গা থেকে এই হক আদায় করা।”

আজ সোমবার (৩১ মার্চ) পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন। ঈদের নামাজের পর তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কোলাকুলি করেন।

সারজিস আলম বলেন, “বিশ্বে অনেক মুসলিম রয়েছেন যারা আমাদের মতো আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না। ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর কারণে মুসলিম ভাইরা নিপীড়িত। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিমরা নির্যাতিত।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে মিয়ানমার থেকে আসা মুসলিম শরণার্থীরা কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা পৃথিবীর সব মুসলিম ভাই-বোন এবং সব মানুষের জন্য দোয়া করব, যেন তারা শান্তিতে থাকতে পারেন। আমাদের সংকীর্ণতা ও সীমাবদ্ধতা কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

সারজিস আলম সবাইকে মনে করিয়ে দেন যে, জীবন ক্ষণস্থায়ী। তাই এমন কিছু করা উচিত, যা ইহকাল ও পরকালে শান্তি বয়ে আনবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিন

About Todays Ohio.

Welcome To Today’s Ohio, Your Trusted Source For Comprehensive Coverage Of Bangladesh News, World Politics, Sports, And Significant Global Events. We Are Committed To Delivering Accurate, Objective, And Transparent Journalism To Our Readers. Click Here For Read More.

এডিটর পিক'স

সর্বশেষ সংবাদ