প্রতারক মিনহাজ নিজেই বেরিয়ে পড়তেন ম্যাজিস্ট্রেট হয়ে

নরসিংদীর শিবপুরে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা উদঘাটিত হয়েছে, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের কথিত স্বামী আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিন দীর্ঘদিন ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি প্রটোকলের গাড়ি ও গানম্যান ব্যবহার করে নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা আদায় করতেন, আর এসব কর্মকাণ্ডে তার সহযোগী ছিলেন ইউএনও জিনিয়া জিন্নাত।

২০২২ সালের ১৬ জানুয়ারি জিনিয়া জিন্নাত শিবপুরের ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কথিত স্বামী মিনহাজ তার ক্ষমতা ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে থাকেন। মিনহাজ এমনভাবে প্রতারণা করতেন যে সাধারণ মানুষ তাকে প্রকৃত ম্যাজিস্ট্রেট বলে মনে করত। সরকারি গাড়ি ও প্রটোকল ব্যবহার করে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করতেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর জরিমানা আরোপ করতেন।

এই ভুয়া মোবাইল কোর্ট পরিচালনার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রথম প্রতিবাদ করেন সরকারি গাড়িচালক রুবেল। তবে, প্রতিবাদ করায় উল্টো মিথ্যা অভিযোগ এনে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। রুবেল অভিযোগ করেন, বরখাস্ত হওয়ার আট মাস আগেই তার বেতন বন্ধ করে দেওয়া হয়, যার পরিমাণ প্রায় ৪ লাখ টাকা। এছাড়া, গ্যাস স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য তার স্বাক্ষরও জাল করা হয়েছে।

ইউএনও জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে সরকারি গাড়ি মেরামত ও জ্বালানির অর্থ পরিশোধ না করারও অভিযোগ রয়েছে। ‘দেলোয়ার ইঞ্জিনিয়ারস’-এর মালিক জানান, প্রায় পাঁচ লাখ টাকা বাকি রয়েছে, যা ইউএনও পরিশোধ করেননি। একইভাবে স্থানীয় ‘ভুইয়া সিএনজি ফিলিং স্টেশন’-এর ম্যানেজার রাখালচন্দ্র বিশ্বাস জানিয়েছেন, ১ লাখ ৬০ হাজার টাকার বেশি বিল বকেয়া রয়েছে এবং বারবার অনুরোধ করেও কোনো সাড়া মেলেনি।

চালক রুবেলের স্ত্রী তার স্বামীর চাকরি ফিরে পেতে ইউএনও জিনিয়া জিন্নাতের কাছে আবেদন করলেও, তিনি কোনো পদক্ষেপ নেননি। তবে, এসব গুরুতর অভিযোগের বিষয়ে জিনিয়া জিন্নাত দাবি করেছেন যে, সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বর্তমানে প্রতারণা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী মামলায় আশরাফুজ্জামান মিনহাজ শরীয়তপুর কারাগারে আটক রয়েছেন। এই প্রতারণার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, তবে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

তথ্যসূত্র: আরটিভি নিউজ

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিন

About Todays Ohio.

Welcome To Today’s Ohio, Your Trusted Source For Comprehensive Coverage Of Bangladesh News, World Politics, Sports, And Significant Global Events. We Are Committed To Delivering Accurate, Objective, And Transparent Journalism To Our Readers. Click Here For Read More.

এডিটর পিক'স

সর্বশেষ সংবাদ