সকালের স্তব্ধতা ভাঙল হেলিকপ্টার দুর্ঘটনায়

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী এলাকায় বৃহস্পতিবার (৮ মে) সকালে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন পর্যটক। আহত হয়েছেন আরও দুজন, যারা বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। দুঃখজনকভাবে, দুর্ঘটনাস্থলেই চারজন মারা যান। বাকি দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেলিকপ্টারটি দেহরাদুন থেকে পর্যটকদের নিয়ে রওনা দিয়েছিল হরশিল হেলিপ্যাডের উদ্দেশ্যে। পরিকল্পনা ছিল সেখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের গঙ্গনানি এলাকায় সড়কপথে যাওয়ার। কিন্তু হরশিল হেলিপ্যাডের কাছাকাছি পৌঁছানোর আগেই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ, সেনাবাহিনী, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF), কুইক রেসপন্স টিম ও ১০৮ অ্যাম্বুলেন্সসহ প্রশাসনের বিভিন্ন ইউনিট। সমন্বিত প্রচেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হলো, তা এখনো নিশ্চিত নয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে এক বার্তায় লিখেছেন, “যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।” একই সঙ্গে তিনি আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার যথাযথ তদন্ত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিন

About Todays Ohio.

Welcome To Today’s Ohio, Your Trusted Source For Comprehensive Coverage Of Bangladesh News, World Politics, Sports, And Significant Global Events. We Are Committed To Delivering Accurate, Objective, And Transparent Journalism To Our Readers. Click Here For Read More.

এডিটর পিক'স

সর্বশেষ সংবাদ